স্বামী পলাতক ঘোড়াঘাটে স্ত্রীকে পিটিয়ে-হত্যা,দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে মনিরা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু রয়েছে। শনিবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বামী পলাতক ঘোড়াঘাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা
শুক্রবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাত বছর আগে মনিরা খাতুনের সঙ্গে সাখাওয়াত মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি ছেলে আছে। দীর্ঘদিন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এসব নিয়ে একাধিকার শালিসও হয়েছে।


১ thought on “স্বামী পলাতক ঘোড়াঘাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা”