দিনাজপুরে ৪ ডাকাতসহ ট্রাক আটক

৪ ডাকাতসহ ট্রাক আটক – দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য  ৪ জনকে আটক করেছে থানা পুলিশ । এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নাম্বার প্লেট সহ (ঢাকা মেট্রো-ট-১৫-৬৬১২ এবং ঢাকা মেট্রো-১৫৬৬৭০) একটি ট্রাক জব্দ করা হয়েছে।

 

দিনাজপুরে ৪ ডাকাতসহ ট্রাক আটক

 

আটকরা হলেন—দিনাজপুরের বিরল উপজেলার রতন মিয়া (৩৭) ওরফে গাল কাটা কালু, কুমিল্লা জেলার সদরের রুবেল মিয়া (৩৬), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইউসুব মিয়া (৪৮), নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আল-আমিন (৩০)।

 

 

রোববার (২২ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ৩ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে সাহেবগঞ্জ ভাঙ্গা মসজিদ সংলগ্ন মেসার্স বর্ণমালা ট্রেডাস এর ভুট্টা বোঝায় গুদাম ঘরে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকে করে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে।

এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা কাতানী, লোহার রড, রশি সহ ৪ জন কে আটক করা হয়। ট্রাকে থাকা ডাকাত দলের আরও বেশ কয়েকজন পালিয়ে যায়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পারি, তারা ট্রাকে করে দেশীয় অস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করতো এবং তাদের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

আরও পড়ুন:

Leave a Comment