হাসপাতালে নীরব অটোরিকশাচাপায় মারা গেলো প্রেম

হাসপাতালে নীরব অটোরিকশাচাপায় মারা গেলো প্রেম,দিনাজপুরে অটোরিকশাচাপায় প্রেম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে নীরব (৪) নামের আরও এক শিশু।

 

হাসপাতালে নীরব অটোরিকশাচাপায় মারা গেলো প্রেম

 

হাসপাতালে নীরব অটোরিকশাচাপায় মারা গেলো প্রেম

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাকিমপুর-উপজেলার সাদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু প্রেম ওই এলাকার মানিক মিয়ার ছেলে। আহত নীরব একই এলাকার কৃষ্ণের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। একসময় হঠাৎ রাস্তায় চলে আসে তারা। এসময় একটি অটোরিকশা তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজন হাকিমপুর-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি বলেন, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

হাসপাতালে নীরব অটোরিকশাচাপায় মারা গেলো প্রেম

 

আরও পড়ুন:

১ thought on “হাসপাতালে নীরব অটোরিকশাচাপায় মারা গেলো প্রেম”

Leave a Comment