দিনাজপুরের ঘোড়াঘাট ইউনিয়নে অবস্থিত সুরা মসজিদ প্রায় সাড়ে পাঁচশত বছর আগে তৈরি। ঘোড়াঘাট উপজেলা কেন্দ্র থেকে ৩ কিলোমিটার পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তরধারেই মিলবে মসজিদটি। দেশের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন ‘সুরা মসজিদ’। এটি দেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনা।
সাড়ে পাঁচ’শ বছর পুরনো দিনাজপুরের এই সুরা মসজিদ
প্রাচীন স্থাপত্যের সাক্ষী এ মসজিদটি নির্মিত হয় প্রায় সাড়ে ৫০০ বছর। মসজিদের নির্মাণকাল নিয়ে রয়েছে বিভিন্ন মত। অনেকেই এ মসজিদকে সৌর মসজিদ বলে ডাকেন। কেউ আবার বলেন সুরা মসজিদ। অনেকের কাছেই এ মসজিদ শাহ সুজা মসজিদ নামেও পরিচিত।

স্থানীয় অনেকের ধারণা, এই মসজিদ তৈরি করেছে জিনরা। তাদের বিশ্বাস, শত শত বছর আগে জিনেরা এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন। আবার মসজিদটির স্থাপত্যশৈলী দেখে অনেকেই ধারণা করেন, ১৬ শতকে সুলতানি আমলে হোসেন শাহীর শাসনকালে এই মসজিদ নির্মাণ করেন।
এই মসজিদটি দুটি অংশে বিভক্ত। একটি নামাজ কক্ষ আর অন্যটি বারান্দা। নামাজ কক্ষটি ৬১.৬৭ মিটার এবং বারান্দা ৯.৫ মিটার। আর মসজিদের দেয়াল ১.৮০ মিটার প্রশস্ত। মূল নামাজ কক্ষের ছাদ অর্ধগোলাকার গম্বুজাকৃতির। বারান্দায় রয়েছে এক সারিতে ৩টি গম্বুজ। নামাজ কক্ষের চারকোণে ৪টি ও বারান্দায় ২টি পাথরের বুরুজ আছে। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে ৩টি ও উত্তর-দক্ষিণে ১টি করে খিলানকৃত প্রবেশপথ রয়েছে। বারান্দার উভয় পাশে রয়েছে প্রবেশপথ। মসজিদের ভেতরে কিবলা দেয়ালে ৩টি পাথরের তৈরি অবতল মিহরাব আছে।

আরও পড়ুন: