মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে দিনাজপুর

শৈত্যপ্রবাহের কবলে দিনাজপুর – দিনাজপুরের ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে হিম শীতল বাতাসের সাথে আবারও জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাসে জবুথবু জনজীবন। খেটে খাওয়ার নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। হাসপাতালে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা।

 

মৃদ্যু শৈত্যপ্রবাহের কবলে দিনাজপুর

আজ শুক্রবার সকাল ৯টায় ৯দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা মিললেও উষ্ণতা ছিল ন। বিকালের পর থেকে কনকনে শীতের তীব্রতা বাড়তে থাকে।

রিকশাচালক মোবারক আলী বলেন, শীতে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। তবুও শীতের মধ্যে বাইরে বের হয়েছি। সংসারে চারজন সদস্য। একদিন কাজ না করলে সংসার চালানো কষ্টকর হয়ে যায়। শীতের কারণে আয় কমে গেছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর জেলাতে সকাল ৬টায় ১০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, সেই সঙ্গে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার। আগামীতে এই জেলাতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন:

Leave a Comment