দিনাজপুর মধ্যপাড়া খনিতে রেকর্ড পরিমাণ পাথর উৎপাদন

রেকর্ড পরিমাণ পাথর – দিনাজপুর পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পাথর খনি থেকে গত অক্টোবর মাসে প্রায় দেড় লাখ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে। তবে পাথর বিক্রি করতে না পারলেও উৎপাদনে রেকর্ড করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি দেশের একমাত্র খনি।

 

দিনাজপুর মধ্যপাড়া খনিতে রেকর্ড পরিমাণ পাথর উৎপাদন

 

সংশ্লিষ্টরা জানায়, মধ্যপাড়া পাথর খনি ইয়ার্ডে ১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন পাথরের মজুর রাখা আছে। স্থান সংকুলানের কারণে বন্ধ হয়ে যেতে পারে পাথর উত্তোলন। তবে আশানুরূপ পাথর বিক্রি করতে না পারলেও উত্তোলনের রেকর্ড করেছে খনি রক্ষণাবেক্ষণ ও পাথর উত্তোলনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিমাসে গড়ে এক লাখ ২৩ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে গত অক্টোবরে প্রায় দেড় লাখ মেট্রিক টন পাথর উৎপাদন করা হয়েছে। এর আগে কখনোই এত বিপুল পরিমাণ পাথর উৎপাদন করা সম্ভব হয়নি।

 

 

জানা গেছে, খনিতে পাঁচ থেকে ২০ মিলিমিটার, ২০ থেকে ৪০ মিলিমিটার, ৪০ থেকে ৬০ মিলিমিটার (ব্লাস্ট), ৬০ থেকে ৮০ মিলিমিটার ও বোল্ডার এ পাঁচ সাইজের পাথর উত্তোলন করা হয়। এ ছাড়া বাইক প্রোডাক্ট হিসেবে শূন্য থেকে পাঁচ মিলিমিটার স্টোন উৎপাদিত হয়। ইতোমধ্যে ৫ থেকে ২০ মিলিমিটার, ২০ থেকে ৪০ মিলিমিটার পাথরের মজুদ শেষ। ৬০ থেকে ৮০ মিলিমিটার ও স্টোন ডাস্ট রয়েছে প্রায় এক লাখ ৮০ হাজার মেট্রিক টন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমান বলেন, ব্লাস্ট ও বোল্ডার নিয়ে সমস্যায় পড়েছি। এই দুই সাইজের পাথর বিক্রি একেবারেই কমে গেছে। এর ক্রেতা যথাক্রমে বাংলাদেশ রেলওয়ে ও পানি উন্নয়ন বোর্ড। রেল কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। অতি শিগগিরই তারা পাথর নিতে পারে বলে আশ্বস্ত করেছে। গত অক্টোবর মাসে এক লাখ ৪৯ হাজার ২৫ টন পাথর উৎপাদনের বিপরীতে বিক্রি হয়েছে ৭৩ হাজার টনের কিছু বেশি।

 

আরও পড়ুন:

Leave a Comment