মাস্ক মেলন দেশে আমদানি হচ্ছে

মাস্ক মেলন দেশে আমদানি হচ্ছে,দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হচ্ছে মাস্ক-মেলন। নতুন এ ফল আমদানিতে সরকারের রাজস্ব বৃদ্ধির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের আয় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

মাস্ক মেলন দেশে আমদানি হচ্ছে

 

মাস্ক মেলন দেশে আমদানি হচ্ছে

সোমবার দুপুরে বন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে ৮ টন ৫০০ কেজি মাস্ক-মেলন নিয়ে দ্বিতীয় চালান দেশে প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) ৬ টন ৮০০ কেজির প্রথম চালানটি আসে।

ভারত থেকে মাস্ক-মেলন আমদানি করছে হিলির মেসার্স খান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। কলকাতার আরএসটি ইনোভেটিভ সলিউশন নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশে মাস্ক মিলন রপ্তানি করছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মেসার্স খান ট্রের্ডাসের প্রতিনিধি মাহবুব আলম বলেন, রমজানে দেশে বিভিন্ন ধরনের ফলের বাড়তি চাহিদা থাকে। সে চাহিদার কথা বিবেচনা করে প্রথমবারের মতো ভারত থেকে মাস্ক-মেলন আমদানি করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দুদিনে মোট ১৫ টন ৩০০ কেজি মাস্ক-মেলন আমদানি করা হয়েছে। এ ফল আমদানির ফলে সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের দৈনন্দিন যে আয় তা বেড়েছে।

 

মাস্ক মেলন দেশে আমদানি হচ্ছে

 

আরও পড়ুন:

১ thought on “মাস্ক মেলন দেশে আমদানি হচ্ছে”

Leave a Comment