হোয়াইট হাউজে বিতর্ক প্রতিযোগিতায় সেরা দিনাজপুরের রাকিব | সারা সপ্তাহের খবর

হোয়াইট হাউজে বিতর্ক প্রতিযোগিতায় সেরা দিনাজপুরের রাকিবের খবর দিয়ে শুরু করছি দিনাজপুর জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

হোয়াইট হাউজে বিতর্ক প্রতিযোগিতায় সেরা দিনাজপুরের রাকিব | সারা সপ্তাহের খবর

হোয়াইট হাউজে বিতর্ক প্রতিযোগিতায় সেরা দিনাজপুরের রাকিব | সারা সপ্তাহের খবর

 

হোয়াইট হাউজে বিতর্ক প্রতিযোগিতায় সেরা দিনাজপুরের রাকিব

অনলাইনভিত্তিক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় ৭৩টি দেশের ৫৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা বিতার্কিক হয়েছে দিনাজপুরের সন্তান শাহ মোহাম্মদ রাকিব।

৪৮০০ টাকা শোধ করতে না পারায় বন্ধুকে হত্যা

মাসখানেক আগে বন্ধু মাসুদ রানার (২৮) কাছ থেকে ৪ হাজার ৮০০ টাকা ধার নিয়েছিলেন জিয়াউর রহমান (২৯)। ওই টাকা পরিশোধ করা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুদ দিনাজপুর সদর উপজেলার তাঁতিপাড়া এলাকার একটি পুকুরপাড়ে জিয়াউরকে ডেকে নেন। সেখানে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জিয়াউরের ঘাড়ে বাটাল দিয়ে কোপ মারেন মাসুদ। মৃত্যু নিশ্চিতের পর লাশ খড়ের গাদায় ঢেকে রেখে পালিয়ে যান মাসুদ।

তরুণেরা জোগাড় করলেন দুই হাজার ব্যাগ রক্ত

অসহায় ও মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় ও বিনা মূল্যে দুই হাজার ব্যাগ রক্ত দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার ‘বিরামপুর ব্লাড ব্যাংক’–এর সদস্যরা। শুক্রবার রাতে সংগঠনের এক সদস্যের রক্তদানের মধ্য দিয়ে এই মাইলফলকে পৌঁছায় সংগঠনটি।

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রেলস্টেশনের পাশে কাঁচাবাজার–সংলগ্ন এলাকায় বুধবার রাত সোয়া আটটার দিকে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

ট্রেনে কাটা পড়লেন যুবক

কানে হেডফোন লাগিয়ে দিনাজপুর চিরিরবন্দরের রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার মহিষমারি গ্রামের নবীপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলগেট মোড়ে এ ঘটনা ঘটে। মৃত রশিদুল ইসলাম মহিষমারি গ্রামের আবুল কালাম আজদের ছেলে।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একদিন বন্ধের পর আবারও দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

ধান-লিচুর দিনাজপুরে আশা জাগাচ্ছে সমতলের চা বাগান

কৃষিনির্ভর জেলা দিনাজপুরে জলোচ্ছ্বাস, ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ তেমন নেই। এখানকার মাটিও উর্বর। ধান, লিচু, ভুট্টাসহ সব ধরনের ফসল উৎপাদনও বেশি হয় এই জেলায়। দেশের খাদ্য উৎপাদন যথেষ্ট অবদান রাখছে দিনাজপুর। এখানে ধান, লিচু ও ভুট্টার পাশাপাশি সমতল ভূমিতে চা চাষের সাফল্য দিন দিন বেড়েই চলছে। পতিত জমি ছাড়াও ধান ও ভুট্টার জমিতে চা চাষ শুরু করেছেন কৃষকরা। চা চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে শুরু করেছেন এ অঞ্চলের চাষিরা।

 

হোয়াইট হাউজে বিতর্ক প্রতিযোগিতায় সেরা দিনাজপুরের রাকিব | সারা সপ্তাহের খবর

 

বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

দিনাজপুরের কাহারোল উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দশমাইল টেক্সটাইল মোড় বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আরও দেখুনঃ

Leave a Comment