দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান

আমাদের আজকের আলোচনার বিষয় দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান, দিনাজপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রংপুর বিভাগের অন্তর্গত ।

দিনাজপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

দিনাজপুর জেলা ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে(রাজবাটী) অবস্থিত মৌজার নাম হয় “দিনাজপুর”। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে “দিনাজপুর”। দিনাজপুর-জেলার উত্তরে ঠাকুরগাঁও জেলা ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা, পূর্বে নীলফামারী জেলা ও রংপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এই জেলার মোট আয়তন প্রায় ৩৪৩৮ বর্গ কিলোমিটার।

 

দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান

 

দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান:-

বিশ্ববিদ্যালয়:

    • হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    • দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট

মেডিকেল ও নার্সিং কলেজ:

    • দিনাজপুর মেডিকেল কলেজ
    • দিনাজপুর নার্সিং কলেজ

কলেজ:

    • দিনাজপুর সরকারি কলেজ (১৯৪২),
    • দিনাজপুর সরকারি মহিলা কলেজ
    • দিনাজপুর সরকারি সিটি কলেজ (১৯৬৬);
    • ফুলবাড়ী সরকারি কলেজ (১৯৬৩)
    • পার্বতীপুর সরকারি কলেজ (১৯৬৪)
    • ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
    • বীরগঞ্জ সরকারি কলেজ (1972)
    • সেতাবগঞ্জ সরকারি কলেজ (১৯৬৭),
    • আমবাড়ী ডিগ্রী কলেজ
    • আমবাড়ী মহিলা ডিগ্রি কলেজ
    • বিরামপুর সরকারি কলেজ
    • পার্বতীপুর আদর্শ কলেজ (১৯৬৪),
    • বিরল ডিগ্রি কলেজ (১৯৭২),
    • দাউদপুর ডিগ্রি কলেজ (১৯৭২),
    • হাকিমপুর ডিগ্রি কলেজ (১৯৮৪),
    • খোলাহাটি ডিগ্রি কলেজ

মাধ্যমিক বিদ্যালয়:

    • উইলিয়াম কেরী নিম্ন মাধ্যমিক স্কুল (১৭৯৯),
    • কবি নজরুল উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ
  • দিনাজপুর জিলা স্কুল (১৮৫৪),
  • মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল (চিরিরবন্দর, দিনাজপুর)
  • আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল, চিরিরবন্দর (২০০০)
  • দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (১৮৬৯),
  • জুবিলি হাইস্কুল (১৮৮৭),
  • মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় (১৯১৩),
  • রাজারামপুর এসইউ উচ্চ বিদ্যালয় (১৯১৩),
  • মোল্লাপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় (১৯১৩),
  • ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস, খোলাহাটি, পার্বতীপুর(১৯৯৪)
  • পার্বতীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (১৯১৪),
  • আমবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়
  • আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়
  • রুদ্রানী উচ্চ বিদ্যালয় (১৯১৫),
  • সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (১৯১৯),
  • ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় (১৯২০),
  • পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় (১৯২১),
  • সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী (২০০০),
  • জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় (১৯২৫),
  • সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় (১৯২৭),
  • দিনাজপুর উচ্চ বিদ্যালয় (১৯৩০)
  • একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয় (১৯৩০),
  • কাহারোল উচ্চ বিদ্যালয় (১৯৪০),
  • হাবড়া উচ্চ বিদ্যালয় (১৯৪২),
  • ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল ও কলেজ (১৯৪০),
  • রানীগঞ্জ দ্বিমুখি উচ্চ বিদ্যালয় (১৯৪৫),
  • নুরুলহুদা উচ্চ বিদ্যালয় (১৯৫১),
  • নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় (১৯৫৯),
  • বীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় (১৯৬২),
  • আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল ইন্সটিটিউট, বিরামপুর (১৯৯৪);
  • সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (১৯৩৮বোচাগঞ্জ দিনাজপুর )
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রাথমিক বিদ্যালয়:

  • হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মিশন প্রাথমিক বিদ্যালয় (১৮৪২),
  • চেহেল গাজি শিক্ষা নিকেতন,
  • চাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,বীরগঞ্জ
  • শিয়ালা প্রাথমিক বিদ্যালয়;
  • সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩৮)

 

দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান

 

মাদ্রাসা:

  • দিনাজপুর নূরজাহান আলিয়া মাদ্রাসা
  • আমবাড়ী দ্বী-মূখী ফাজিল ডিগ্রী মাদ্রাসা
  • বীরগঞ্জ ফাযিল মাদরাসা
  • জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম (১৯৬০)
  • জুড়াই ফাজিল মাদ্রাসা (১৯৫২),
  • ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা (১৯৭২)
  • বিরামপুর ফাজিল মাদ্রাসা।
  • দেওগাঁ ইমাম বখ্শ ফাযিল ডিগ্রি মাদরাসা (প্রথম ১৯১৯ সালে, দ্বিতীয় ১৯৬৯ সালে )
  • সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা
  • উথরাইল ফাযিল মাদ্রাসা

আরও পড়ুূনঃ

১ thought on “দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান”

Leave a Comment