দিনাজপুর জেলার প্রশাসনিক ইউনিট

আমাদের আজকের আলোচনার বিষয় দিনাজপুর জেলার প্রশাসনিক ইউনিট, দিনাজপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রংপুর বিভাগের অন্তর্গত ।

 

দিনাজপুর জেলার প্রশাসনিক ইউনিট

 

দিনাজপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

দিনাজপুর জেলা ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে(রাজবাটী) অবস্থিত মৌজার নাম হয় “দিনাজপুর”। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে “দিনাজপুর”। দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও জেলা ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা, পূর্বে নীলফামারী জেলা ও রংপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এই জেলার মোট আয়তন প্রায় ৩৪৩৮ বর্গ কিলোমিটার।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

দিনাজপুর জেলার প্রশাসনিক ইউনিট:-

নাম পদবি শাখা মোবাইল নম্বর ই-মেইল ব্যাচ(বিসিএস)
শাকিল আহমেদ জেলা প্রশাসক 2E+09 dcdinajpur@mopa.gov.bd 25
মোঃ মোখলেছুর রহমান উপপরিচালক, স্থানীয় সরকার 1E+09 ddlg.dinajpur@gmail.com 27
দেবাশীষ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) 2E+09 adcgdinajpur@mopa.gov.bd 30
মোঃ আনিচুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) 2E+09 adcrdinajpur@mopa.gov.bd 30
মোঃ মেহেদী হাসান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট 2E+09 admdinajpur@mopa.gov.bd 30
ফারজানা রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) 2E+09 adceduictdinajpur@mopa.gov.bd 30
মোঃ আরিফুজ্জামান সিনিয়র সহকারী কমিশনার (এস এ শাখা, ভিপি সেল, জেনারেল সার্টিফিকেট শাখা) 2E+09 arfzzmn@gmail.com 35
মীর মোঃ আল কামাহ্‌ তমাল সিনিয়র সহকারী কমিশনার (ভূমি হুকুম দখল শাখা, আর এম শাখা, জেলা ত্রাণ ও পূনর্বাসন শাখা) 01737-281141 mirmdalkamah@gmail.com 35
মোঃ তাজ উদ্দিন সিনিয়র সহকারী কমিশনার 2E+09 tazuddin56@gmail.com 35
মোহাম্মদ মনিরুজ্জামান সিনিয়র সহকারী কমিশনার (এল, জি শাখা, এসডিজি সেল, মুজিববর্ষ সেল) 2E+09 monirnstu0321@gmail.com 35
এম- এ- কাদের সহকারী কমিশনার ( সংস্থাপন শাখা, এনজিও সেল, সাধারণ শাখা) 01798-608172 makader.ac.buet@gmail.com 38
আরিফুল ইসলাম সহকারী কমিশনার (ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ শাখা, আইসিটি শাখা, তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা) 2E+09 arifulislam.me.11@gmail.com 38
মো. মুলতামিস বিল্লাহ সহকারী কমিশনার (রেকর্ডরুম শাখা) 01673-907721 multamizbillah@gmail.com 38
মোঃ তুরাব হোসেন সহকারী কমিশনার (গোপনীয় শাখা, লাইব্রেরী শাখা, ফরমস এন্ড স্টেশনারী শাখা, করোনা সেল) 2E+09 turab.cse59@gmail.com 38
খাদিজা তাহিরা সহকারী কমিশনার 2E+09 khadizatahira38@gmail.com 38
লিজা রিছিল সহকারী কমিশনার (জুডিসিয়াল মুন্সিখানা শাখা, হেল্পডেক্স শাখা ) 01961-181376 lizaritchil11389@gmail.com 38
মাহমুদুল হাসান সহকারী কমিশনার (শিক্ষা শাখা, মিডিয়া সেল, প্রবাসী কল্যাণ শাখা) 01717-716238 mahmudulhasan19145@gmail.com 38
সরকার মামুনুর রশীদ সহকারী কমিশনার (নেজারত শাখা, ট্রেজারী শাখা, কল্যাণ শাখা) 2E+09 ndcdinajpur1765@gmail.com 38
শারমিন বেগম সহকারী কমিশনার (প্রশিক্ষণে আছে) 01781-146267 saymasharmin15@gmail.com 40
ফারহানা ফেরদৌস শিউলি সহকারী কমিশনার (প্রশিক্ষণে আছে) 01844-777579 ffshiuly92@gmail.com 40
নাম পদবি শাখা মোবাইল নম্বর ই-মেইল ব্যাচ(বিসিএস)
সাহেল আহমেদ সহকারী কমিশনার ( প্রশিক্ষণে আছে ) 01716-387033 sh40ad7033@gmail.com 40

 

দিনাজপুর জেলার প্রশাসনিক ইউনিট

 

আরও পড়ূনঃ

১ thought on “দিনাজপুর জেলার প্রশাসনিক ইউনিট”

Leave a Comment