তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে – কার্তিকের শুরু থেকে শীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরে। মাঝে মধ্যেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারিদিক। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এই জেলায় শীতের প্রকোপ তুলনামূলক থাকে বেশি।
দিনাজপুরে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রবিবার (১৭ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ কাজে যেতে পারছেন না। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে করছে যানবাহন। রাতের বেলা বৃষ্টির মতো টিপটিপ করে পড়ে কুয়াশা।

গত তিন দিন ধরে দিনাজপুরের শীতের তীব্রতা বাড়ছে। এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, এখন প্রতিদিনই শীতের তীব্রতা বাড়বে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া। রবিবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: