দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত

আমাদের আজকের আলোচনার বিষয় দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত , দিনাজপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রংপুর বিভাগের অন্তর্গত ।

দিনাজপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

দিনাজপুর জেলা ১৭৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে(রাজবাটী) অবস্থিত মৌজার নাম হয় “দিনাজপুর”। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে “দিনাজপুর”। দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও জেলা ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা, পূর্বে নীলফামারী জেলা ও রংপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এই জেলার মোট আয়তন প্রায় ৩৪৩৮ বর্গ কিলোমিটার।

 

দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত

 

দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত:-

প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে দিনাজপুর জেলা বাংলাদেশের অন্যতম একটি জেলা। এছাড়া কৃষিক্ষেত্রে এই জেলাটির নাম সারা বাংলাদেশে শোনা যায়। বিশেষ করে কাটারিভোগ চালের জন্য দিনাজপুর জেলা বিখ্যাত। দিনাজপুর ছাড়া এই চাল অন্য কোনো জেলায় উৎপাদন হয় না, হলেও গুণগত মান দিনাজপুর জেলার কাটারিভোগ চালের মতো হয় না। বিভিন্ন চাকরি পরীক্ষায় দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত প্রশ্নের উত্তর কাটারিভোগ চাল দেওয়া থাকে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত। এ জেলায় বাংলাদেশের সেরা লিচু উৎপন্ন হয়। এ জেলায় বিভিন্ন জাতের লিচু উৎপন্ন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- মাদ্রাজী, বোম্বাই, বেদানা ও চায়না-৩। নিম্নে দিনাজপুর জেলার লিচু চাষ বিষয়ে সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করা হলো।
লিচু চাষের আওতায মোট জমি  ১৫০০ হেঃ  ( ৩৭০৫ একর)
গড়ে ১ শতক জমিতে ১টি গাছ
গড়ে ১হেঃ জমিতে ২৪৭টি গাছ
১৫০০ হেঃ জমিতে ৩,৭০,৫০০ টি গাছ
গড়ে প্রতি গাছে ৪০০০ টি লিচু ( অন ইয়ার )
১৫০০ হেঃ (৩,৭০,৫০০ গাছ) ফলন ১৪৮,২০,০০০ টি 
দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত

আরও পড়ুনঃ

১ thought on “দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত”

Leave a Comment