ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু অটোরিকশার চাকায়

ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু অটোরিকশার চাকায়,দিনাজপুরে ব্যাটারিচালিত চলন্ত অটোরিকশার চাকায় ওড়না-পেঁচিয়ে বৃষ্টি রানী (১২) নামে এক কিশোরীর-মৃত্যু হয়েছে। রোববার দুপুর দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের ধুলাউধাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু অটোরিকশার চাকায়

 

ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু অটোরিকশার চাকায়

নিহত বৃষ্টি রানী দিনাজপুরের খানসামা-উপজেলার উত্তর দুবলিয়া গ্রামের বাসুদেবের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, কাকা পরিমল চন্দ্র ও কাকি রাখি রানীর সঙ্গে গত শুক্রবার ফুলবাড়ী উপজেলার আনন্দবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আসে বৃষ্টি। রোববার দুপুরে তারা ব্যাটারিচালিত রিকশাযোগে বাড়ি ফিরছিল। দুপুর দিকে তারা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ধুলাউধাল

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এলাকায় পৌঁছলে রিকশার চাকায় ওড়না-পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায় বৃষ্টির। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টি রানীকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনাস্থল পার্শ্ববর্তী পার্বতীপুর থানায় হওয়ায় সংশ্লিষ্ট থানার অনুমতির প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

 

ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু অটোরিকশার চাকায়

 

আরও পড়ুন:

১ thought on “ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু অটোরিকশার চাকায়”

Leave a Comment