উদ্ধার করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার | সারা সপ্তাহের খবর

উদ্ধার করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার খবর দিয়ে শুরু করছি জেলা ভিত্তিক নিউজ আপডেট । আমরা  সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : উদ্ধার করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার , হত্যার ২২ দিন পর প্রধান আসামি গ্রেফতার, মারুফের অপেক্ষায় ছিলেন মা কিন্তু আর ফিরা হলো না তার, হিলিতে বাড়ছে কাঁচামরিচের দাম

 

উদ্ধার করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা -পিলার | সারা সপ্তাহের খবর

 

উদ্ধার করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা -পিলার 

দিনাজপুরের বিরামপুরে ১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি সীমানা- পিলার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পিলার উদ্ধার করা হয়।

উদ্ধারকারী কর্মকর্তা থানার এসআই তুহিন বাবু স্থানীয়দের বরাতে জানান, পৌর এলাকার জোলাগাড়ী গ্রামের লুৎফর রহমানের পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা সারের বস্তায় মোড়ানো একটি সীমানা- পিলার তুলে আনেন। খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ওই সীমানা- পিলার উদ্ধার করেছে। 

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাচীন প্রত্নতত্ত্ব হিসাবে উদ্ধার করা তামার তৈরি সীমানা -পিলারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেওয়া হবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

হত্যার ২২ দিন পর প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে আমেনা বেগম (৫০) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন মিন্টুকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দিনাজপুর সদর উপজেলার বড় মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ। ঘটনার ২২ দিন পর মামলার মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।

নিহত আমেনা বেগম উপজেলার সিংড়া ইউনিয়নের বারপাইকেরগড় গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। ঘটনার দিন রাতেই নিহতের স্বামী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ছয় জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

 

 

মারুফের অপেক্ষায় ছিলেন মা কিন্তু আর ফিরা হলো না তার

মারুফ চিরিরবন্দর উপজেলার বড়বাউল গ্রামের আনিসুর রহমানের ছেলে।

মঙ্গলবার সকালে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে গেটের কাছে মাথা বের করে সেলফি তোলার সময় সিগন্যাল বারে মাথায় আঘাত পেয়ে ট্রেন থেকে পড়ে যান মারুফ। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিলিতে বাড়ছে কাঁচামরিচের দাম

ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলিতে দিন দিন কাঁচামরিচের দাম বাড়ছে। কয়েক দিনের ব্যবধানে কেজিতে ২০-২৫ টাকা দাম বেড়েছে। আমদানিকারকদের দাবি কাঁচামরিচ আমদানি শুরু হলে বাজারে দাম কমে আসবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, তিনদিন আগে কাঁচামরিচের আড়তে দাম ছিল ১০০ টাকা। খুচরা বাজারে সেটি ১১০ টাকায় বিক্রি হচ্ছিল। সেই কাঁচামরিচ এখন পাইকারি বাজারে ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। আবার খুচরা বাজারে সেটি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও দেখুনঃ

১ thought on “উদ্ধার করা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার | সারা সপ্তাহের খবর”

Leave a Comment